দুর্গাপুজো কালীপুজোর পর এবার গণেশ পুজোর বিসর্জনেও বালুরঘাটে শোভাযাত্রা বেরোলো। শুক্রবার রাত নটার সময় বালুরঘাট শহরে চকভৃগু এলাকার একটি গনেশ পূজা উদ্যোক্তাদের তরফ থেকে শোভাযাত্রা বের করা হয়। এদিকে শোভাযাত্রাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায় ছিল শহরে। শোভাযাত্রা গোটা শহর পরিক্রমারার পর বালুরঘাট আত্রেয়ী নদীর কল্যাণী ঘাটে প্রতিমা বিসর্জন করা হয়। শোভাযাত্রা দেখতে ভিড় ছিল উৎসুক জনতার। নাচ গানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় গণেশকে।