বাংলা ভাষীদের উপর নির্যাতনের প্রতিবাদে মঙ্গলকোটের আমডোবে প্রতিবাদে মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ওই মিছিলে পা মেলান মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, সহসভাপতি শ্যামল সাহা, তৃণমূল নেতা মাসুদূর রহমান সহ অনান্যরা। সম্প্রতি বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে আটকে রাখার অভিযোগ ওঠে। আর এরই প্রতিবাদে বাংলা বিদ্বেষী বিজেপি দূর হটো স্লোগান তুলে এদিন সোচ্চার হন তৃণমূলের নেতাকর্মীরা।