শনিবার সকাল ৯.৩০ মিনিটের সময় চকবিহারী মাঠপাড়া বারোযারী কমিটির উদ্যোগে,প্রথা মেনে তেহট্ট বাজারপাড়া পালবাড়ি থেকে দুর্গা প্রতিমা কাঁধে করে প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেটে,চকবিহারী বারোয়ারী দুর্গা মণ্ডপে নিয়ে যাওয়া হবে, দুর্গা প্রতিমা নিয়ে যাওয়া প্রোগ্রাম সকাল ৯.৩০ সময় শুরু হয়েছে, মন্ডপে পৌঁছাতে সময় লাগবে ১১.৩০, শনিবার এগারোটার সময় সেই দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়।