তিস্তা নদীতে তল্লাশি চালিয়ে খুজে পাওয়া গেল না ক্রান্তি ব্লকের চেংমারি গ্রামপঞ্চায়েত এর ডাঙ্গাপাড়ার ১৬ বছরের কিশোর রঞ্জন রায়। এদিনও ব্লক প্রশাসনের পক্ষ থেকে এনডি আরএফের টিম বোট নিয়ে তল্লাশি চালায় কিন্তু খোজ পাওয়া যায়নি কিশোরের। উল্লেখ্য গতকাল চার বন্ধু মিলে তিস্তা নদীতে স্নান করতে নেমে ভেসে যায় রঞ্জন। চেংমারি গ্রামপঞ্চায়েত এর প্রধান আব্দুল সামাদ বলেন, আমরা মেখলিগঞ্জ পর্যন্ত প্রতিটি গ্রামপঞ্চায়েতের প্রধানদের জানিয়ে রেখেছি।