পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পূর্ব দোবন্দী পাটনা এলাকায় কংসাবতী নদী বাঁধে ১০০ মিটার ধস নামে |নদীর জলস্তর বৃদ্ধি পায় বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে দুটি বাড়ি, সরানো হয়েছে চারটি পরিবারকে, কাজ পরিদর্শনে আসেন ময়নার বিডিও সমীর পান |বাড়ি দুটি পরিবারকে নিরাপদ স্থানে থাকা পরামর্শ দেন, আতঙ্কের মধ্যে রয়েছে পরিবার গুলি |