মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার নতুন দেবাইপুর এলাকা থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি। অভিযোগ, সরকারি জমি বেড়া দিয়ে দখল করে নিয়েছে এক প্রভাবশালী পরিবার। আর সেই বেড়ার কারণে প্রায় দশটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। অভিযোগকারীরা জানিয়েছেন, প্রশাসনের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন—“আমরা গরিব বলেই কি আমাদের কথা কেউ শুনছে না? আইন কি তবে শুধু ধনীদের জন্য?” স্থানীয় অসহায় পরিবারগুলির দাবি,