চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুলের সীমায় অবস্থিত বহু পুরানো জাম গাছ সোমবার রাতের ঝড়ে উপড়ে পড়ে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়ির শৌচাগার ও রান্নাঘর।ওই বাড়িতে থাকা ভাড়াটে মহিলা সরোজ শর্মা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার জেরে এতোটাই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি যে সকাল হতেই তার স্বামী অশোক শর্মা তাকে নিয়ে জলপাইগুড়ি চিকিৎসকের কাছে ছুটেছেন। যদিও বিদ্যালয়ের কোন ক্ষতি হয়নি এই গাছে কারনে।