চিতা বাঘের আক্রমণে গুরুতর জখম ব্যক্তির চিকিৎসা চলছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এমনটাই জানা গেছে মঙ্গলবার রাত নটা নাগাদ। মাঝের ডাবরি চা বাগানে এমন ঘটনাটি ঘটেছে। চা বাগানের রাস্তা ধরে বাড়ি যাবার পথে ৫০ বছর বয়স্ক ব্যক্তিকে পেছন দিক দিয়ে থাবা বসায় চিতা। রক্তাক্ত অবস্থায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল নিয়ে যায় এলাকার বাসিন্দারা।