অঙ্গনওয়ারি কেন্দ্রে রান্না করা খাবারে টিকটিকি মেলার খবরে চাঞ্চল্য ছড়ালো জঙ্গল মহল এলাকায়।আজ সারেঙ্গা অঙ্গনওয়ারি কেন্দ্রে এই খবর ছড়াতেই বিষক্রিয়া আশঙ্কায় একাধিক শিশু সহ নয় জন উপভক্ত কে রাইপুর গ্রামীণ হাসপতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন