বিগত বছরের ন্যায় এবছরও শারদীয়া উৎসবের মহা অষ্টমী তিথিতে চৈতন্য ভূমি নবদ্বীপের অন্যতম শতাব্দী প্রাচীন এবং ইতিমধ্যেই হেরিটেজ কমিশন দ্বারা স্বীকৃত অভয়া মাতা মন্দিরে ভোরের আলো ফোঁটার আগেই নিজেদের সন্তান ও সংসারের মঙ্গল কামনায় হাজার হাজার ভক্ত ছুটে আসেন নিজেদের মনষ্কামনা পূরণের লক্ষ্যে অভয়া মাতা বা অভয়া দুর্গা মায়ের কাছে পুজো দিতে,মন্দিরের সেবায়েত বিশ্বরূপ মুখোপাধ্যায় জানান সারা বছর ভক্তদের আগমন ঘটলেও সব থেকে বেশি ভক্তের আগমন ঘটে আজকের দিনে।