শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে। শুক্রবার দুপুরে শিক্ষক দিবসে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। শুক্রবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জীবনের প্রথম শিক্ষাগুরু হিসেবে মায়েদের সম্মান জানাতে কলেজে আমন্ত্রণ জানানো হয় তাঁদের। অনুষ্ঠানে ছাত্রীরা মায়ের পা ধুয়ে দিয়ে হাতে সংবর্ধনা তুলে দেন। পাশাপাশি সমাজে দিশা দেখানো শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত বিশিষ্টজনদেরও ‘সোশ্যাল শিক্ষ