ভবানী পাঠক ও দেবী চৌধুরানী মন্দিরের দুর্গাপূজা ১০০ বছরে পদার্পণ করল। ইতিহাস জড়িয়ে থাকা জলপাইগুড়ি শিকারপুর ভান্ডাপুর- নাগপুর চা বাগানের শ্রমিক কর্মচারীবৃন্দদের দ্বারা পরিচালিত ১০০ তম বর্ষের এই দুর্গাপূজা। নবমীর সন্ধ্যায় উপস্থিত জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী।পুজো দেখতে দূর দূরান্ত থেকে আসা দশরথীদের ভিড়। ১০০ তম বর্ষে শ্রী শ্রী দেবী চৌধুরানী ও ভবানী পাঠক সন্ন্যাসী মন্দির সর্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গা পূজা।