নেপালে অশান্তি, আটকে পড়েছেন হীড়বাঁধ ব্লকের প্রায় ২০০ শ্রমিক। পরিবারে অনিশ্চয়তার ছায়া, পুজোর আগে সুস্থভাবে ঘরে ফেরার প্রার্থনা। বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের লালবাজার গ্রাম। মাত্র তিনশো পরিবারের এই ছোট্ট গ্রামটা এখন কার্যত দুশ্চিন্তার গ্রাম। কারণ, নেপালে ভয়াবহ অশান্তির জেরে সেখানে আটকে রয়েছেন এই গ্রামেরই প্রায় দু'শো পরিযায়ী শ্রমিক। লালবাজারের প্রতিটি পরিবার থেকেই কেউ না কেউ জীবিকার টানে পাড়ি দিয়েছেন নেপালের কাঠমান্ডুর নেপালগঞ্জ এলাকায় কাঁসা বাসন তৈরির কারখানায়