হুগলির কোন্নগরে রাজরাজেশ্বরী সেবা মথে মঙ্গলবার অষ্টমীর দিন অনুষ্ঠিত হলো কুমারী পূজা। দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা এদিন কুমারী পূজা দেখার জন্য মঠে আসেন। পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর রাজরাজেশ্বরী সেবা মথের মহারাষ্ট থেকে শুরু করে অন্যান্য পূজারী ও বহু বিশিষ্ট ব্যক্তিরা। জাগ্রত এই মঠে শুধুমাত্র এলাকা থেকে নয় বহুদূরান্ত থেকে আগত ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়।