দুর্গাপুজো যেন দশমী দিয়ে শেষ হচ্ছে না আলিপুরদুয়ার শহরে।শুক্রবার একাদশীর দিনও শহরের বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভির দেখা যায়। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি দুর্গা পুজো মন্ডপে বেশ কয়েকজনকে দেখা যায়।অন্যদিকে শহরের স্বামী বিবেকানন্দ ক্লাব, রামরূপ সিং রোড, জিমনাসিয়াম ক্লাবের পুজো মণ্ডপেও অনেককে দেখা যায়।