খেলো ইন্ডিয়ার রাজ্য স্তরে মার্শাল আর্ট প্রতিযোগিতায় বালুরঘাটের ২৮ জন আদিবাসী প্রতিযোগী বিভিন্ন বিভাগে পুরস্কার পেল। ইন্ডিয়ান মার্শাল আর্টের স্টেট থাং টা প্রতিযোগিতা ২০২৫ অংশগ্রহণ করা বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ৩০ জন আদিবাসী প্রতিযোগীর মধ্যে ২৮ জন পুরস্কার পেয়েছে। এই ৩০ জন প্রতিযোগী বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতের বিশ্বভারত আদিবাসী কল্যাণ আশ্রমের আবাসিক পড়ুয়া।