শুক্রবার পাগলাপীর হরি মন্দিরে অঘোর চতুর্দশী ব্রত উপলক্ষে শিবের মাথায় দুধ ঢালা অনুষ্ঠান আয়োজিত হল। জানা যায় প্রতি বছরের ন্যায় এ বছর অঘোর চতুর্দশী ব্রত উপলক্ষে পাগলা পির হরি মন্দিরে শিব পূজার আয়োজন করা হয় এবং গোটা দিন ধরে চলে শিবের মাথায় দুধ ঢালার আয়োজন। শিবের মাথায় দুধ ঢালতে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।