সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু চাঞ্চল্য হেমতাবাদের মালোনে। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো পুলিশ। মৃত ব্যক্তির নাম বায়রু বর্মন, বয়েস আনুমানিক ৪৮ বছর, বাড়ি হেমতাবাদের মালোনে। পরিবারের দাবী সোমবার সন্ধ্যায় একটি ব্যাঙ ধরতে আসছিল সাপটি। ওই ব্যক্তিকে দেখে তাকে ছোবল দেয়। ব্যক্তিকে উদ্ধার করে হেমতাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।