এলাকার এস এইচ জি দলের মহিলাদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে আয়োজিত হল এক বিশেষ কর্মসূচি। রবিবার বিকেলে বিনপুর 2 ব্লকের জামিরাশুলিতে এলাকার প্রায় ২০০ জন এস এইচ জি দলের মহিলাদের নিয়ে তাদের আয় দ্বিগুণ করার বিষয়ে হয় বিশেষ আলোচনা। আইএফএফডিসির উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। এছাড়াও দলের মহিলাদের প্রায় ১০ টি সেলাই মেশিন বিতরণ করা হয় তাদের কে স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে।