শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ব্লকের একাধিক এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের আধিকারিক সহ BDO তথা নির্বাচনী আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য ও অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকরা। এদিন নবকোলা, সারগা, দরখোলা, মালিডাঙা সহ একাধিক এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন কি না, কোনও সমস্যা রয়েছে কি না সেই বিষয়ে খোঁজ খবর নিলেন তাঁরা।