Download Now Banner

This browser does not support the video element.

রানিবাঁধ: খাতড়া টাউন লাইব্রেরির হলঘরে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির খাতড়া মহকুমা সম্মেলন হল

Ranibundh, Bankura | Aug 31, 2025
মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির খাতড়া মহকুমা সম্মেলন হল। রবিবার খাতড়া টাউন লাইব্রেরীর হলঘরে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের তরফে জানানো হয়, শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষক-শিক্ষা কর্মীদের নিযুক্ত না করা, সকল শূন্য পদে স্থায়ী নিয়োগের মাধ্যমে ক্লাসরুম টিচিং সুনিশ্চিত করা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদানে গড়ি মসি না করা, পার্শ্বশিক্ষক ও ভোকেশনাল শিক্ষকদের উপযুক্ত সাম্মানিক প্রদান সহ বিভিন্ন দাবির বিষয়ে নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
Read More News
T & CPrivacy PolicyContact Us