তিলপাড়া ব্রিজের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় ধস! বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ এমন চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। সিউড়ির তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন অংশের ওয়াটার ডিভাইডার ভেঙে পড়েছে। ধীরে ধীরে বসে যাচ্ছে ওই অংশ, বাড়ছে ফাটল। বড় দুর্ঘটনার আশঙ্কায় আপাতত ভারী যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন।জেলা প্রশাসন ও পুলিশ সুপার নিয়মিত পরিদর্শন করছেন।