ইটাহারের বিভিন্ন এলাকায় সাইবার ক্যাফেতে জাল আধার কার্ড তৈরি চক্রের মাথার খোঁজ মিলল হাওড়ায়। সোমবার হাওড়ার মানকুর এলাকা থেকে সনৎ মিত্র নামে এক ক্যাফে মালিককে গ্রেপ্তার করে ইটাহারের পুলিস। ধৃতের বাড়ি হাওড়ার দেগ্রাম এলাকায়। ক্যাফে থেকে আধার তৈরির জালা নথী, ল্যাপটপ সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত হয়। মঙ্গলবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে বিচারক ধৃতের ৫ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। তবে এই চক্রের মাস্টার মাইন্ডকে ধরতে পুলিস তদন্ত চালাচ্ছে।