রানীতলা থানার অন্তর্গত নসিপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় নতুন ঘর নির্মাণকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, Khatian No. 28591 ও 28592, Dag No. 3379 নম্বর জমিতে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ শুরু করতেই আশপাশের জমির মালিকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। পিছনের জমির মালিক আব্দুল হালিম, সাদ্দাম হোসেন, ওবায়দুল ইসলাম এবং এক কেন্দ্রীয় বাহিনীর কর্মী এমদাদুল হক অভিযোগ করেছেন, ঘর নির্মাণের আগে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল তিন ফুট জায়গা ফাঁকা রাখা হব