মাছ ধরার জাল চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। ধৃতকে পাঁচদিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে শুক্রবার আনুমানিক দুপুর দেড়টা নাগাদ কাটোয়া মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুদেব ভারুই। তার বাড়ি চানক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মীর মহম্মদ সামিম নামের একব্যক্তি অভিযোগ করেন তার পুকুর পাড়ে একটি ঘর থেকে এপ্রিল মাসের ৪ তারিখ একটি জাল চুরি যায়।