প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে কৃষকদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে 'বাংলার শস্য বীমা' প্রচারের গাড়ির সূচনা দক্ষিণ দিনাজপুরের জেলা কৃষি দপ্তরের। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বালুরঘাট কৃষি দপ্তর থেকে এই ট্যাবলো বা গাড়ি সূচনা করা হয়। ইতিমধ্যেই জেলায় ধান রোপণের কাজ শেষ হয়েছে। কিন্তু প্রকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে, আর্থিক ক্ষতির মুখে পড়বেন জেলার কৃষকেরা। প্রাকৃতিক কোনো দুর্যোগে ফসল নষ্ট হবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই।