আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে রবিবার বিকেল চারটে নাগাদ। শনিবার সন্ধ্যায় ৩১ নম্বর জাতীয় সড়কের তেলিপাড়ার টোল প্লাজায় একটি কন্টেনার এর পেছনে সজরে ধাক্কা মারে বাইক চালক ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃতদেহ কামাখ্যাগুড়ি পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। রবিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।