রেল লাইনের পাশ থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পুরশুড়ার তোকিপুর স্টেশনে।মৃতর নাম শক্তিপদ রায়(68)বাড়ি আরামবাগের ডিহিবাইরা এলাকায়।জানা যায়,এদিন সকালে শক্তিপদ বাবু বাড়ি থেকে তারকেশ্বর যাবেন বলে বেরিয়েছিলেন।তোকিপুর স্টেশনে রেল লাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়।RPF ও পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।পরিবারের অনুমান,যাওয়ার সময় অসাবধানতাবসত ট্রেন থেকে নিচে পড়ে যাওয়ার কারণেই শক্তিপদ বাবুর মৃত্যু হয়েছে।যদিও বিষয়টি খতিয়ে দেখছে RPF।