ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লীতে প্রতিবছর অষ্টমীতে পূজাতে কুমারী পুজো করা হয় এবারও করা হচ্ছে । এই পূজা প্রথম শুরু করেছিলেন নিবারণ চন্দ্র দত্ত বর্তমানে তিনি স্বর্গীয় ফলে বর্তমানে এই পূজোর দায়িত্বে রয়েছেন তার ছেলে বিশ্বজিৎ দত্ত কুমারী পূজা প্রথা, সেই বহু কাল ধরে চলে আসছে দত্তবাড়িতে। আজও ব্যতিক্রম নয়, এবারে কুমারী মা রূপে পূজিত ওয়ানের ছাত্রী দৃশিকা সিদ্ধান্ত ।