দিনের পর দিন বাড়ছে স্টোক রোগীর সংখ্যা। অন্যান্য জেলার তুলনায় ঝাড়গ্রাম স্টোক রোগীদের চিকিৎসায় যথেষ্ট সাফল্য পেয়েছে। এবার সেই সাফল্যকে আরো ত্বরান্বিত করতে রাজ্য স্বাস্থ্য দপ্তর স্টোক রোগীর জন্য পাইলট প্রজেক্ট চালু করতে চলেছে ঝাড়গ্রামে। শনিবার দুপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ে এবং বিকেলে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈঠক করেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন।