শনিবার ভোরে অবৈধভাবে বালি পাচারের সময় পাঁচটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল সদাইপুর থানার পুলিশ। জানা গেছে, বীরভূমের সদাইপুর থানার কচুজোড় মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়কে বালি বোঝাই ট্রাক্টরগুলি আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকরা ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তবে ট্রাক্টরগুলো বাজেয়াপ্ত করা হয়েছে এবং মালিকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে সদাইপুর থানার পুলিশ। প্রশাসনের কঠোর পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।