বিভিন্নভাবে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া মোট ১৯ টি মোবাইল ফোন ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয় দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। এসপি মৌর্য কৃষ্ণ সি আজ নিজ হাতে সেগুলি তার প্রকৃত মালিকদের হাতে তুলে দেন বুধবার দুপুর বারোটা নাগাদ । এসপির পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার এবং বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক ঋষভ। এ বিষয়ে পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি জানান সিআইআর পোর্টালের মাধ্যমে এই মোবাইল ফোন গুলি উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আরো জানান