আমাদের প্রতিবেশী দেশ নেপালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ব্যবসা-বাণিজ্য নিয়ে উত্তরবঙ্গের সঙ্গে নেপালের একটা নিবিড় সম্পর্ক ছিল। ডাল সহ বিভিন্ন পণ্য নেপাল থেকে উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় আমদানি করা হত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসা-বাণিজ্যে একটা প্রভাব দেখা দিয়েছে। বুধবার দুপুর একটা নাগাদ নেতাজি মোর এলাকায় বললেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা।