গঙ্গা নদীর জলস্তর ইতিমধ্যে নামতে শুরু করেছে। অল্প অল্প করে জল নামতে থাকলেও নদী ভাঙ্গন কোনমতেই থামছে না পশ্চিম রতনপুর এলাকায়। বিস্তীর্ণ এলাকা ভাঙ্গনের তলিয়ে গেছে এবং বহু পরিবার সবকিছু হারিয়ে বাঁধের উপরে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কিন্তু ভাঙ্গন চলতে থাকায় মানুষ তীব্র আতঙ্কের মধ্যে। হাতে কোন কয়েকটা পরিবার গ্রামের বাড়ি রয়েছে কিন্তু সেই বাড়িতে তারা ফিরতে পারছেন না। বাঁধের ওপরে কোনক্রমে দিন কাটাচ্ছেন তারা। সরকারি পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ বাসিন্দাদের।