This browser does not support the video element.
কাটোয়া ২: ফের ভুয়ো ভোটারের সন্ধান; দাঁইহাট পৌর এলাকার 168 নং বুথে মৃত্যুর পরও ভোটার তালিকায় জীবিত 9 জন
Katwa 2, Purba Bardhaman | Aug 21, 2025
ফের ভুয়ো ভোটারের সন্ধান, মৃত্যুর পরও ভোটার তালিকায় জীবিত ৯ জন। দাঁইহাট পৌরসভা এলাকার ১৬৮ নম্বর বুথের এমনই নয়জনের নাম মৃত হয়েও ভোটার তালিকায় রয়ে গেছে।পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের সেই ভোটার তালিকায় নাম জ্বলজ্বল করছে বারীন্দ্রনাথ সান্যাল, পিয়ালী নাথ, সুনীল কুমার ঘোষ সহ মোট ৯ জনের নাম। রয়ে গেছে ভোটার তালিকায়। কিন্তু কিভাবে এতদিন বাদেও ভোটার তালিকা সংশোধনের পরও এই নামগুলি রয়ে গেল উঠছে প্রশ্ন।