আরামবাগ ব্লক ও পঞ্চায়েত সমিতির বিচারে মহকুমার সেরার সেরা পুজো গুলির ঘোষণা করা হলো নাম।সোমবার নিজের কার্যলয় থেকে নাম গুলি ঘোষণা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি।জানা গেছে,এই বিচার সর্বদিক,থিম,প্যান্ডেল ও পরিবেশ সহ বিভিন্ন বিভাগে করা হয়েছে।ব্লক ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি দল মহকুমার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে সেরার সেরা বিচার করেছেন।সোমবার সেই সেই প্রতিনিধি দলের উপস্থিতিতে বিচারে উঠে আসা পুজো গুলির নাম ঘোষণা করে সভাপতি।