আগামী ৪ঠা আশ্বিন মহালয়া,ওই দিন রেডিও বাঙালির কাছে নস্টালজিয়া।তাই প্রত্যেক বছর মহালয়ার আগে কিছুটা হলেই কদর বাড়ে রেডিও-র।মহালয়ার আগে আরামবাগ শহরেও একই চিত্র উঠে এসেছে।মিস্ত্রিরা জানাচ্ছেন,মহালয়ায় চণ্ডীপাঠ শোনার জন্য অনেকেই খারাপ রেডিও সারাতে দিচ্ছেন,অনেকে নতুন রেডিও কিনছেন।বর্তমান যুগে স্মার্টফোন ও চাকচিক্য টিভির মহালয়া কিছুটা হলেও কমেছে রেডিওর প্রাধান্য।তবে তা এখনও হারিয়ে যায়নি।