বিশ্ব নবী দিবস উপলক্ষে নবী দিবস উদযাপন কমিটিগুলির শোভাযাত্রা হয়ে গেল পান্ডুয়ার জি টি রোডে। আজ শুক্রবার বেলা তিনটে নাগাদ পান্ডুয়ার বিভিন্ন নবী দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে জানা যায় আজ ইসলামী নবী মুহাম্মদের জন্মদিন উপলক্ষে গোটা বিশ্বে পালিত হয় এই বিশ্ব নবী দিবস। সেই মতন এদিন পান্ডুয়ার কলবাজার, পুরুষোত্তমপুর, বালিহাট্টা, কসাইমহল্লা, মহাদেবপুর সহ বিভিন্ন এলাকার নবী দিবস উদযাপন কমিটি গুলি তাদের শোভাযাত্রা,,