বৃহস্পতিবার তেলিপাড়া যুব গোষ্ঠীর ২৯তম বর্ষ দুর্গাপুজোর খুঁটিপুজো করা হল। খুঁটিপুজোতে যুব গোষ্ঠীর সদস্যরা ছাড়াও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এদিন খুঁটিপুজো সম্পন্ন হয়েছে। তেলিপাড়ার ওই পুজোর সঙ্গে হিন্দু ছাড়াও মুসলিম ও খ্রীষ্টান ধর্মের মানুষেরা সরাসরি যুক্ত। তাই ওই পুজো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন। যুব গোষ্ঠীর সদস্যরা জানান, এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগিতায় তারা এই পুজো করেন।