তৃণমূলে যোগ দিতে মোটা টাকার টোপ দেওয়া হয়েছে, বিস্ফোরক নওশাদ পাল্টা ISF বিধায়কে গোসাবা থেকে কটাক্ষ করলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল সোমবার রাত ১১-৪৫মিনিটে। তিনি রাজ্যের শাসক দলের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন। শাসক দলের বিরোধিতায় বারবার সরব হয়েছেন। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে টক্কর দিয়ে বিধানসভা ভোটে জিতেছিলেন।সেই নওশাদ সিদ্দিকি এবার বিস্ফোরক অভিযোগ করলেন। তৃণমূলে যোগ দিতে মোটা টাকার টোপ দেওয়া হয়েছে তাঁকে, বিস্ফোরক দাবি ISF বিধায়কের।