Rajarhat, North Twenty Four Parganas | Sep 26, 2025
শুক্রবার চতুর্থীর সন্ধ্যায় অনুষ্ঠানিক উদ্বোধন হলো নিউমার্কেট সার্বজনীন দূর্গা পুজোর। এই পূজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বর্ষিয়ান বিজেপি নেতা তাপস রায় ও উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ। এই পুজো মূলত কালি খটিকের পুজো নামে খ্যাত। এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয় শুভেন্দু অধিকারী বলেন, পার্থকে যেখানেই দেখবেন বলবেন অর্পিতার বর যাচ্ছে, খালি চোর করবেন। ৮ থেকে ৮০ সবাই জানে একটা স্ট্যাম্প চোর।