ছয় জন উপভোক্তাকে ১টি করে এক বছরের বেশি বয়সী শংকর জাতির বকনা বাছুর ইন্সুরেন্স সহ প্রদান করা হয় .ইমপ্রুভমেন্ট অফ লাইভলিহুড অফ পুয়োর এন্ড মার্জিনাল ফার্মার থ্রু এই হেইফার ডিস্ট্রিবিউশন ২০২৫-২৬ প্রকল্পের অধীনে করা হয়।বকনা বাছুর বিতরণের মূল উদ্দেশ্য হলো বিজ্ঞানসম্মত উপায়ে লালন পালন করে এই বকনা বাছুর উপযুক্ত সময়ে একটি ভালো গাই এ পরিণত হবে এবং পাঁচ থেকে ছয় লিটার করে দুধ উৎপাদন করতে সক্ষম হবে