ভারত–বাংলাদেশ সীমান্তের বৈদ্যপুর অঞ্চলের আগ্রা হরিশ্চন্দ্রপুর গ্রামে জমিদার পান্ডে বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এ বছর ৯১ বছরে পা দিল। ১৯২৫ সালে নওগাঁও জেলার নিতপুর গ্রামে সূচিত এই পূজো দেশভাগের পর থেকে বৈদ্যপুরেই হয়ে আসছে। একাদশীতে বসে বিরাট মেলা, যেখানে ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন গ্রামবাসীরা।