শুক্রবার সকাল ১০ টার সময় থেকে নাটনা উচ্চ বিদ্যালয়ে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার উপস্থিত তেহট্ট ১ জয়েন্ট বিডিও সুদর্শন সাহা। আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার প্রোগ্রামটি সকাল ১০ টার সময় থেকে শুরু হযেছে চলবে বিকেল ৪ টের সময় পযর্ন্ত।