ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের জঙ্গল থেকে বেরিয়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে সোমবার সকালে সাঁকরাইল ব্লকের বালিভাষা জঙ্গলের দিকে রওনা দেয় প্রায় ১২ টি হাতির একটি দল। দলে বড় হাতির পাশাপাশি একাধিক হস্তিশাবকও ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে হাতির দলটি সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা এলাকায় ধানচাষের জমি পা মাড়িয়ে লন্ডভন্ড করা পর পিচ রাস্তা পার হতে গিয়ে সমস্যায় পড়ে। রাস্তা পার হওয়ার সময় এক হস্তিশাবক রাস্তার উঁচুতে উঠতে না পেরে পড়ে গিয়ে ডিগবাজি খায়।