দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেফতার করল বাগডোগরা থানার পুলিশ।বাগডোগরা গুরুদুয়ারা সংলগ্ন ফ্লাইওভারের নিচে থেকে একটি দেশি পিস্তল ও একটি কার্তুজ সহ ওই যুবককে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।সেখানে তাকে আটক করে তল্লাশি চালিয়েই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও কার্তুজ। ধৃত যুবকের নাম মহঃ আশরাফুল। বাগডোগরার বাসিন্দা।ধৃতকে শুক্রবার আদালতে তোলা হয়।