গোপন সূত্রে খবরে মালদা জেলা মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের সকুল্লাপুর এলাকা থেকে ডলফিনের তেলসহ দুইজনকে গ্রেপ্তার করে কালিয়াচক এবং মালদার বনদপ্তরের আধিকারিকরা। বুধবার সকালে গোপন সূত্রের খবরে বনদপ্তরের লোকজন পৌঁছায় সকুল্লাপুর সেখানে এক বাড়ি থেকে তিন জারের মত বিলুপ্তপ্রায় মারা নিষিদ্ধ জলজ প্রাণী ডলফিনের তেল উদ্ধার করে, সঙ্গে দুজনকে গ্রেফতার করে বনদপ্তর। জানা যায় এই তেল মাছের চার হিসেবে ব্যবহার হয়, এবং অনেক সময় ব্যথার কাজেও লাগে এমনটাই দাবি।