পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মাধক্ষ্য কুনামী হাঁসদা। বুধবার জামবনি ব্লকের কাপগাড়ী অঞ্চলের বেনাশুলী তে ২২১ ,২২২,২২৩ নং বুথের মানুষ জনদের নিয়ে আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। ক্যাম্পে উপস্থিত থেকে এলাকার মানুষের সমস্যা ও এলাকার উন্নয়ন বিষয়ে পরামর্শ শোনেন তিনি, এবং তা সমাধানের আশ্বাস দেন।