বেআইনিভাবে পার্কিং করায় শনিবার ২১ টি টোটো আটক করল বীরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে বীরপাড়ার পুরনো বাসস্ট্যান্ড এবং হাসপাতাল চত্বরে টোটোগুলি বেআইনিভাবে পার্কিং করিয়ে রাখা ছিল। ফলে সাধারণ মানুষ সমস্যায় ভুগছিলেন। প্রসঙ্গত একমাস ধরে যানবাহনের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। বীরপাড়া থানার ওসি শনিবার বলেন, লাগাতার এধরনের অভিযান চলবে। প্রসঙ্গত বীরপাড়ায় টোটোর সংখ্যা বেড়েই চলেছে। এতে যানজট বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আ