ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি, শুরু হয়েছে প্যান্ডেল বাঁধার কাজ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো উপলক্ষে পুজো কমিটির পাশাপাশি প্রস্তুতি তুঙ্গে সরকারেরও। পুজো প্যান্ডাল গুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জোগানের জন্য বুধবার কলকাতায় বৈঠকে বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্য আধিকারিকরা। দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বিদ্যুৎ দপ্তরে সাংবাদিক বৈঠকও করেন তিনি।